Logo
Logo
×

রাজধানী

সাভারে কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

সাভারে কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

প্রতীকী ছবি।

সাভারে রহিম আফরোজ কারখানায় ফায়ার ইস্টিম বুশার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলো ওলিউর রহমান ও হয়জুদ্দিন।

পুলিশ জানায়, রাজধানী ঢাকার মেট্রো নেট বাংলাদেশ থেকে মালামাল নিয়ে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ কারখানায় আসে। পরে দুপুরে কারখানার ভিতরে মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার ইস্টিম বুশার বিস্ফোরণে ওই দুই শ্রমিক নিহত হন।

খবর পেয়ে বিকালে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম