Logo
Logo
×

রাজধানী

নিরাপত্তার দাবিতে আজিমপুর গার্লস কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৩ দফা দাবি

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম

নিরাপত্তার দাবিতে আজিমপুর গার্লস কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৩ দফা দাবি

সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির ঘটনার প্রতিবাদে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে বকশিবাজার মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সার্বিক নিরাপত্তা ও বিচার দাবি করে তিন দফা প্রস্তাব উত্থাপন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. ধর্ষক ও তাদের সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে জনসমক্ষে দণ্ড প্রদান।

২. প্রত্যেকটি স্কুল ও কলেজে সরকারিভাবে আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৩. শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সেক্স এডুকেশন চালু করা।

বিক্ষোভে নেতৃত্ব দেন শিক্ষার্থী মৃত্তিকা আনোয়ার প্রভা, মাহাবুবা আক্তার জুঁই, সায়মা হোসেন মাইশা, রিয়া আফরীন এবং সাদিয়া আক্তারসহ শতাধিক সাধারণ শিক্ষার্থী। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা আতঙ্কিত। তারা মনে করেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এমন ঘটনা বাড়তেই থাকবে।  আত্মরক্ষার প্রশিক্ষণ ও যৌনশিক্ষা চালু হলে শিক্ষার্থীরা সচেতন হয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করেন। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, তিনি স্মারকলিপিটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম