Logo
Logo
×

রাজধানী

নবাবগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম

নবাবগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

ঢাকার নবাবগঞ্জে জয়ন্ত সাহা নুপুর (৪২) নামে এক ব্যবসাীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টায় উপজেলার নতুন বান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়।  

ভুক্তভোগী জয়ন্ত সাহা নুপুর উপজেলার নতুন বান্দুরার বিপদ সাহার ছেলে।

তার পরিবার জানান, নুপুর নেটওয়াকিং এক্সেসরিজের ব্যবসা করেন। কাজ শেষে রাত ৮টার দিকে বাজার থেকে বাসায় ফেরার পথে ৩ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। একপর্যায়ে নুপুরের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বান্দুরা মডার্ণ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন দায়িত্বরত চিকিৎসক।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, মৌখিকভাবে ঘটনা শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তাভোগীর সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম