Logo
Logo
×

রাজধানী

মিরপুরে পিস্তলসহ গ্রেফতার ১

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম

মিরপুরে পিস্তলসহ গ্রেফতার ১

রাজধানীর মিরপুরে পিস্তল ও ৯ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশের ৫ নাম্বার রোড থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফারুক।

থানা সূত্রে জানা গেছে, গোপন খবরে কমার্স কলেজের বিপরীত পাশে ৫ নাম্বার রোডে অভিযান চালানো হয়। এ সময় পিস্তল ও গুলিসহ দাঁড়িয়ে থাকা ফারুক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়।  পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ রোমন বলেন বলেন, ‘গ্রেফতার হওয়া ফারুককে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম