Logo
Logo
×

রাজধানী

তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ এএম

তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মধ্য কুনিপাড়ায় নির্মানাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মো. আকতার হোসেন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত আকতার কুনিপাড়ার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত হাসান আলী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের ভাগ্নে আফসার হোসেন মুকুল বলেন, মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় সন্ধ্যায় বৃষ্টির সময় ভবনের পাঁচতলার ছাদ থেকে ইট তার মাথায় পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতাল ও রাত 

আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম