Logo
Logo
×

রাজধানী

উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইব্রাহিম সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার। তেজগাঁও শান্তা টাওয়ার সিটি ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আজমান আব্দুল্লাহ বলেন, ওই ব্যক্তি রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, যতটুকু জানতে পেরেছি স্থানীয়রা পিকআপ ভ্যানটিকে আটক করেছে।

মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। নিহতের ছোট ভাই রাফিজ খান জানান, তার ভাই সিটি ব্যাংকে কর্মরত। শনিবার ছুটি থাকলেও তিনি বাইরে কাজ করে বিকালে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় খবর পান তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ভোলা চরফ্যাশন উপজেলার স্কুল শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে ইব্রাহিম। বর্তমানে খিলক্ষেত নিকুঞ্জ-২ এর একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম