Logo
Logo
×

রাজধানী

‘নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় যুগান্তর’

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ পিএম

‘নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় যুগান্তর’

যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে র‌্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর মিরপুর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় ভাষার মাসে ‘সর্বস্তরে চালু হোক শুদ্ধ বাংলা’ স্লোগানে র‌্যালিটি মিরপুর ১১ নম্বর অ্যাভিনিউ ফাইভ, নাভানা, কালশী রোড ও মিরপুর ১২ নম্বর এলাকা প্রদক্ষিণ করে।

স্বজন সমাবেশের উপদেষ্টা স্পেশাল পাবলিক প্রসিকিউটর শাহাদাত হোসেনের (বিজিবি) নেতৃত্বে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল যুগান্তর। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে যুগান্তর সবাইকে সাহস জুগিয়েছে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় যুগান্তর।’

মিরপুর স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী, ফিচার ইনচার্জ সেলিম কামাল, মিরপুর প্রতিনিধি আফজাল হোসেন, মিরপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান হিরন, পরিচালক মঈনুল ইসলাম মাহফুজ, আল আমিন, নাসির, মিরপুর বাংলা স্কুলের সিনিয়ির শিক্ষক মোজাম্মেল হক।

এছাড়া উপস্থিত ছিলেন মিরপুর স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শফিউল্লাহ মিরাজ, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক শেখ সাদ কায়সার সুমন, যুগ্ম আহ্বায়ক ডা. আ জ ম দৌলত আল মামুন, মর্তুজা পাপ্পু, শাহ মান্না বেনারশী, মিরপুর আইডিয়াল স্কুলের শিক্ষকসহ প্রতিষ্ঠানগুলোর কয়েকশ শিক্ষার্থী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম