Logo
Logo
×

রাজধানী

মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ পিএম

মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত আবু রায়হান ইভান (২২) শান্তিনগরে বাংলাদেশ ইনস্টিটিউট সায়েন্স অফ টেকনোলজির (বিআইএসটি) কম্পিউটার সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি একটি গলিতে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত শিক্ষার্থী জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতের বন্ধু নাহিদুর রহমান জিসান বলেন, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ফরম ফিলাপ করার জন্য ৪৫ হাজার টাকা উত্তোলন করে কলেজে যাওয়ার সময় ৪-৫জন ছিনতাইকারী তার পিছু নেয়। পরে তারা গতিরোধ করে বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, আহত ইভানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মোঃ ইয়াসিন আলী। বর্তমানে কলাবাগান এলাকায় কয়েক বন্ধু মিলে ভাড়া বাসায় থাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম