Logo
Logo
×

রাজধানী

নিহত দুজন কিশোর গ্যাং ‘ঠোঁটে ল’ গ্রুপের সদস্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম

নিহত দুজন কিশোর গ্যাং ‘ঠোঁটে ল’ গ্রুপের সদস্য

ছবি: যুগান্তর

রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান লাউ তলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিহত দুজন স্থানীয় কিশোর গ্যাং গ্রুপ ‘ঠোঁটে ল’ গ্রুপের সদস্য। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হলেও তারা শ্রমজীবী বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, আটক পাঁচ জনই ওই বাড়ির ভাড়াটিয়া। তারা ভ্যান চালক ও রাজমিস্ত্রীর কাজ করত।

বৃহস্পতিবার দুপুরে চাঁদ উদ্যান হাউজিংয়ের ৬ নম্বর রোডের ৯ নম্বর বাসার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উৎসুক বাসিন্দারা বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন। অনেক বাসিন্দাই স্বস্তির নিঃস্বাস ফেলছেন। তবে কেউ কেউ আবারও এই গ্রুপের অন্য সদস্যদের হামলার আশঙ্কাও করছেন।

এর আগে বুধবার দিবাগত রাত বারোটায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার ৬ নম্বর রোডে যৌথ বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে।

অভিযানে নিহতরা হলেন-শরিয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার দেশ ভুয়াই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মো. জুম্মন (২৬) ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলকার মো. শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন (২৫)।

এছাড়াও আটককৃতরা হলেন-হোসেন (২৩, মিরাজ (২৫), আল আমিন (২৪), মমিনুল (২০) ও মেহেদী (১৭)।

জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানে নিহত দুইজন চাঁদ উদ্যান এলাকার ভয়ঙ্কর কিশোর গ্যাং ‘ঠোঁটে ল’ গ্রুপের সদস্য। ঘটনাস্থল থেকে আটক হওয়া পাঁচ সদস্য এ এলাকার আরেক ভয়ঙ্কর কিশোর গ্যাং গ্রুপ ‘লাল ও ডায়মন্ড’ গ্রুপের সদস্য। তবে যৌথ বাহিনীর অভিযানের সময় চাঁদ উদ্যান, লাউতলা, বসিলা ৪০ ফিট, সাত মসজিদ হাউজিং ও সোনা মিয়ার টেক এলাকার কিশোর গ্যাং গ্রুপগুলো একসঙ্গে হয়ে যৌথ বাহিনীকে চারপাশ থেকে ঘিরে হামলা চালায়। এ সময় পুরো কিশোর গ্যাং গ্রুপগুলো ‘ঠোঁটে ল’ গ্রুপের প্রধান দ্বীন ইসলাম ওরফে দিলা, ফাডা আলামিন এর নেতৃত্বে যৌথ বাহিনীর ওপর হামলা চালিয়ে গুলি বর্ষন করে। যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় দুইজন নিহত হলেও দিলা ও ফাডা আলা আমিনসহ অনেকে পালিয়ে যায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগ মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, নিহতদের মরদেহ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়াও যাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম