Logo
Logo
×

রাজধানী

রামপুরায় শ্রমিক দল নেতা গুলিতে আহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ এএম

রামপুরায় শ্রমিক দল নেতা গুলিতে আহত

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার (৪০) নামের শ্রমিক দল নেতা আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ডান উরুতে গুলিবিদ্ধ জুয়েল এখন চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মহসিন জানান, তারা বনশ্রী এ- ব্লক কাঁচা বাজারের পাশে কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত বেশ কয়েকজন এসে হিমেল নামের একজনের খোঁজ করেন। তখন তারা বলেন, আমরা হিমেল নামে কাউকে চিনি না।’ এরপর কিছু বুঝে উঠার আগেই তারা জুয়েলের ডান উরুতে গুলি করে চলে যায়। তিনি আরও আরো বলেন, জুয়েল রামপুরা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ।

বরিশাল জেলার মুলাদি উপজেলার রামচর গ্রামের হাকিম সরদারের ছেলে জুয়েল। বর্তমানে পূর্ব রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম