Logo
Logo
×

রাজধানী

‘ইষ্টার্ণ ইডেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে’র ফাইনাল অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ এএম

‘ইষ্টার্ণ ইডেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে’র ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীর সেগুনবা‌গিচাস্থ ইষ্টার্ণ ইডেন ফ্লাট ওনার্স অ্যাসো‌সি‌য়েশন ভবনে সোমবার রা‌তে অনুষ্ঠিত হয়ে‌ছে ‘ইষ্টার্ণ ই‌‌ডেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা। খেলায় বন্ধন টিম‌কে হারিয়ে শিরোপা জিতে নেয় বজ্র তিন টিম। বিজয়ী টি‌মে জয়ী হয়- মুন্না, তাহমিদ ও সেজান। 

চ্যাম্পিয়ন দলের তিন খেলোয়াড়ের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন অ্যাসো‌সি‌য়েশ‌নের প্রধান উপ‌দেষ্টা মো. মোস্তা‌ফিজুর রহমান মন্টু, অ্যাসো‌সিয়েশনের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আক্তার হো‌সেন খান, সে‌ক্রেটারি জেনা‌রেল বীর মু‌ক্তি‌যোদ্ধা এস এম আব্দুল্লাহ, উপ‌দেষ্টা অ‌্যাড‌ভো‌কেট হেলাল উ‌দ্দীন, সহ-সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মমতাজ উদ্দীন, এ কে এম তাজুল ইসলাম, মো. নূরুল আ‌লম শাহীন। 

এছাড়া রানারআপসহ টুনা‌মে‌র্ন্টে অংশগ্রহণকারী প্রত্যেক খে‌লোয়াড়‌কে ক্রেস্ট ও শু‌ভেচ্ছা স্মারক তু‌লে দেন অতিথিরা। খেলা প‌রিচালনা ক‌মি‌টির চে‌য়ারম‌্যান ছি‌লেন যুগান্ত‌রের সি‌নিয়র রিপোর্টার শিপন হাবীব, ভাইস-‌চেয়ারম‌্যান ছি‌লেন ইঞ্জিনিয়ার রেফাত।

১৮ জন খে‌লোয়াড় মোট ৬‌টি ম্যাচে টুর্নামেন্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম