Logo
Logo
×

রাজধানী

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, মেয়ে আহত

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ এএম

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, মেয়ে আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহত দম্পতির মেয়েও। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। গুরুতর আহত জুঁই আক্তার (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের স্বজনরা জানান, তাদের বাসা রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায়। গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান বলেন, ‘সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। জব্বার ও মেয়ে জুঁইকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জব্বার। জুঁইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’

ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম