Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে মহিলা লীগ নেত্রী গ্রেফতার

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

রাজধানীতে মহিলা লীগ নেত্রী গ্রেফতার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর তাণ্ডব চালানো মহিলা আওয়ামী লীগ নেত্রী রিতা খানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (ফেব্রুয়ারি ১৬) সন্ধ্যায় ৭টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রিতা ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত তুরাগ থানা মহিলা লীগের সভানেত্রী ছিলেন।

সন্ধ্যায় যুগান্তরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, আমাদের কাছে অনেক ফুটেজ আছে। উত্তরার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরেই রিতাকে খুঁজছিলাম আমরা।

ওসি জানান, তাকে আমরা উত্তরা ৭ নম্বর সেক্টরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে একটি বাসা থেকে গ্রেফতার করি।

কোন মামলায় তাকে আটক করা হয়েছে জানতে চাইলে ওসি হাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম