Logo
Logo
×

রাজধানী

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২ পিএম

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকা অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত পরিশোধ করেনি মালিকপক্ষ। তাদের মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা ছিল। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় বেতনের দাবিতে  ৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছেন তারা। রোববার সকালে তারা কারখানা কাজে এলে কারখানা বন্ধ দেখতে পান। পরে তারা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক শহিদুল বলেন, জানুয়ারি মাসের বেতন এ মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধে টালবাহানা করছেন। বেতন পরিশোধ না করে উল্টো কারখানা বন্ধ করে দিয়েছে। আমরা কারখানা খুলে দেওয়া ও  বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানাই। বকেয়া বেতন না দিলে তারা বাসা-ভাড়া ও দোকানের বাকি টাকা দিতে পারছেন না। এ টাকার জন্য  বাসার মালিক ও দোকান মালিক তাদের চাপ দিচ্ছেন বলে জানান শ্রমিকরা।

এ ব্যাপারে কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, আমরা অতীতে শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করেছি। বর্তমানে আমরা ব্যাংক সুবিধা পাচ্ছি না। সরকার পতনের পর বর্তমান পরিস্থিতি অনুযায়ী ব্যাংক আমাদের সুবিধা দিচ্ছে না। ফলে বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।  

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বসে আছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে রয়েছেন। আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে সড়ক ছাড়বে না। শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি আমরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম