Logo
Logo
×

রাজধানী

জাহাঙ্গীর টাওয়ারে আগুন,খতিয়ে দেখার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ এএম

জাহাঙ্গীর টাওয়ারে আগুন,খতিয়ে দেখার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি রেস্টুরেন্টে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।

তিনি ঘটনার সময় ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন। ভবনটি ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখতে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশও দিয়েছেন তিনি।

এছাড়া কারওয়ান বাজারসহ ডিএনসিসির আওতাধীন এলাকার রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা এ বিষয়ে আগামীকাল থেকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

এর আগে শনিবার রাত ৮টার ২২ মিনিটের দিকে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় ‘পেয়ালা’ নামের একটি রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তেজগাঁও ফায়ার স্টেশনে ২টি ইউনিটের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম