Logo
Logo
×

রাজধানী

ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ এএম

ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত

সব ধরনের প্রস্তুতির পরেও হুমকি ও নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে স্থগিত করা হয়েছে ঢাকা মহানগর নাট্যোৎসব। আয়োজকদের ভাষ্য, একদল ব্যক্তির হুমকির মুখে আয়োজন স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর নাট্য পর্ষদের উদ্যোগে ৮৫টি নাট্যদলের নাটক নিয়ে শনিবার রাজধানীর ৫টি মিলনায়তনে এ নাট্যোৎসব শুরু হওয়ার কথা ছিল। এদিন বিকাল ৫টায় ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। 

ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে, সবার নিরাপত্তার কথা ভেবে প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেন তারা।

উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। সন্ধ্যায় তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য অবহিত করি। থানায় আলোচনার পর পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। তবে থানার ওই বৈঠকের খবর পেয়ে ‘উত্তেজিত কিছু লোক’ এসে মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে। 

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নাট্যোৎসব স্থগিত করার কথা শুনেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম