
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম
রাজধানীতে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসান মাহমুদ (৩১) ও সবুজ হাওলাদার (২৮)।
বৃহস্পতিবার মধ্যরাতে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, একটি রামদা, তিনটি বাঁশের হাতল বিশিষ্ট লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পল্লবীর বেগুনটিলার ওখানে দুষ্কৃতকারী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ এবং যৌথ বাহিনীর টিম দ্রুত সেখানে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর সময় হাসান ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা আরো কয়েকজন কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পল্লবীর বেগুনটিলা ব্রিজ এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।