Logo
Logo
×

রাজধানী

আঘাত না করেই পুলিশ সদস্যের ছত্রভঙ্গ করার ভিডিও ভাইরাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম

আঘাত না করেই পুলিশ সদস্যের ছত্রভঙ্গ করার ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

দেশে যেকোনো আন্দোলনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা বা লাঠিচার্জ করে তীব্র সমালোচনার মুখে পড়ে থাকেন বাংলাদেশের পুলিশ। তবে সম্প্রতি পুলিশের এক সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। তারা বলছেন, এটাই হওয়া উচিৎ পুলিশের। এভাবেই তাদের মানুষের মন জয় করা উচিৎ।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সড়কের ওপরে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের ওই সদস্য।

পুলিশ সদস্য তার হাতের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের আঘাত না করেই কখনো মাটিতে, কখনো বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে ও ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’

ওই পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করে এবং ক্যাপশনে আরেকজন লেখেন, ‘এইটা বেস্ট পুলিশিং ছিল’। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম