Logo
Logo
×

রাজধানী

যুগান্তরে সংবাদ প্রকাশের জের

সেই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম

সেই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা

রাজধানীর আজিমপুরে লালবাগ রাজস্ব সার্কেলের শিবপুর শাখার সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাৎ হোসেনের প্রকাশ্যে ঘুস নেওয়ার খবর যুগান্তরে প্রকাশের পর তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লালবাগ সার্কেলের সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) শরিফুল হক।

গত বৃহস্পতিবার তাকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য একটি শোকজ চিঠি দেওয়া হয়। মঙ্গলবার ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাৎ হোসেন শোকজের জবাব দিয়েছেন।

অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার আমাকে শোকজের চিঠি দিয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়। ইতোমধ্যে আমি ওই চিঠির জবাব দিয়েছি।  

লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী ভূমি কমিশনার শরিফুল হক যুগান্তরকে জানান, শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং শোকজ করেছেন। এ বিষয়ে প্রতিবেদন ডিসি অফিসে পাঠানো হবে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই অফিস থেকে সেবা নিতে আসা একাধিক ভূমির মালিক বলেন, ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ দালাল চক্র শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। ওই সিন্ডিকেটের সদস্যরা ভূমির নামজারিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অংকের ঘুস আদায় করে বিভিন্ন টেবিলে ভাগ করে দেন।

গত ২ ফেব্রুয়ারি রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের শিবপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেনের প্রকাশ্যে ঘুস নেওয়ার বেশ কয়েকটি ভিডিও যুগান্তরের হাতে আসে। এ নিয়ে যুগান্তরে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার বিরুদ্ধে বিভাগীয় সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম