Logo
Logo
×

রাজধানী

ঢাকায় বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা, যা বলছে আবহাওয়া অফিস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ এএম

ঢাকায় বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা, যা বলছে আবহাওয়া অফিস

গত কয়েক দিন রাজধানী ঢাকায় শীতের দেখা নেই। শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনভর তাপমাত্রা ছিল বেশি। তবে মাঘের শেষ দিকে এসে ঢাকায় ফের কিছুটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে সকাল থেকে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা। সেইসঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত।

এদিকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম