Logo
Logo
×

রাজধানী

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

মিরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

রাজধানীর মিরপুরে চাঁদাবাজির অভিযোগে জামাল হোসেন রানা নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার দুপুরে  মিরপুর ৬ নম্বর  কাঁচা বাজারে  চাঁদাবাজি করার সময় রানাকে  আটক করে সেনাবাহিনীকে খবর দেয় জনতা। জামাল হোসেন রানা মিরপুরের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। 

জানা গেছে, যুবদল নেতা রানা ৫ আগস্টের পর মিরপুর ৬ নম্বর বাজারের মাছের আড়ত ও আড়তদার সমিতি দখলের জন্য মরিয়া হয়ে উঠে। রোববার  রাত ৯টায় জামাল হোসেন রানা তারা লোকজন নিয়ে মিরপুর ৬ নম্বর মা বাবার দোয়া মাছের আড়তে গিয়ে  চাঁদা ও ব্যবসার ভাগ চায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আড়তের মালিক নেকিব হাছানকে হুমকি দেয় চাঁদাবাজরা । 

নেকিব হাছান বলেন, আমি ১০ বছর  ৬ নম্বর বাজারে মাছের ব্যবসা করি। মামলার আসামিরা কিছুদিন ধরে কাঁচা বাজারের মাছের বিভিন্ন আড়তদার ও পাইকারদের কাছে চাঁদা চায়। গতকাল তারা সংঘবদ্ধভাবে এসে মাছের আড়তদারদের কাছে চাঁদা চায়। চাঁদা না দিলে ব্যবসা বন্ধের হুমকি দেয় তারা। আজ দুপুরে চাঁদার টাকা না পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র , বড় ছুরি, লোহার পাইপ, চাপাতি দিয়ে মাছের আড়তদারদের উপর আক্রমন করে। মাছের  দোকান ভাঙচুর করা হয়। বাজারে গণ্ডগোল দেখে ব্যবসায়ী ও আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে পুলিশ এসে জামাল হোসেন রানা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। 

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ বলেন, ঘটনাটি শুনেছি। রানার  বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ৬ নম্বর বাজারে মাছের আড়তে চাঁদাবাজির ঘটনায় জামাল হোসেন রানা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম