Logo
Logo
×

রাজধানী

যমুনা গ্রুপ ‘বোলিং কম্পিটিশন’ শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম

যমুনা গ্রুপ ‘বোলিং কম্পিটিশন’ শুরু

যমুনা গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ‘বোলিং কম্পিটিশন-২০২৫’ শুরু হয়েছে। সোমবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক প্লেয়ার্স ক্লাবে এই প্রতিযোগিতা শুরু হয়।

দৈনিক যুগান্তরসহ যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দুইদিনের এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী হবে মঙ্গলবার বিকাল ৫টায়। তার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সব দলের খেলা সোমবার শেষ হয়েছে। এখান থেকে শীর্ষ ছয়টি দল মঙ্গলবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের জন্য লড়বে। প্রাইজমানি হিসাবে চ্যাম্পিয়ন দল পাবে তিন লাখ টাকা। রানার্সআপ দল পাবে দুই লাখ টাকা। তৃতীয় দল পাবে এক লাখ টাকা। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দল পাবে যথাক্রমে ৭৫, ৫০, ও ২৫ হাজার টাকা।

যুগান্তর বোলিং দলের অধিনায়ক প্রধান প্রতিবেদক মাসুদ করিম বলেন, ‘যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত বোলিং টুর্নামেন্টে যুগান্তরের হয়ে আমরা অংশ নিয়েছি। বোলিং খেলাটা আমাদের কাছে নতুন হলেও, যথেষ্ট ভালো করেছি। খেলাধুলায় জয়-পরাজয় বড় কথা নয়। যমুনা গ্রুপ হলো একটি পরিবার। এই টুর্নামেন্টের মাধ্যমে যমুনা পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা একসঙ্গে কাজ করি। একসঙ্গে আনন্দ করি। এই আনন্দের মাধ্যমে আমরা নিজেদের পাশাপাশি যমুনা গ্রুপ ও দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম