
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ এএম
ধানমন্ডি ৩২ থেকে হাড়গোড়সহ যেসব আলামত পেল সিআইডি

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে আয়নাঘর আছে এমন সন্দেহ ছাত্র-জনতার। ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আন্ডারগ্রাউন্ডে আরও চারটি ফ্লোর ঘিরে এমন সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ সেখান থেকে একটি হাড়, এক পাটি জুতা এবং একটি জামা উদ্ধার করেছে।
সোমবার সকাল ৮টার দিকে ভেঙে ফেলা বাড়ির
আলামত সংগ্রহ করতে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। সিআইডির
টিমকে সহায়তা করতে ধানমন্ডি থানার একটি টিম সেখানে মোতায়েন করা হয়েছে।
হাড়, জুতা ও জামা পাওয়ার বিষয়টি নিশ্চিত
করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।
এর আগে রোববার গোপন বন্দিশালা আছে—এমন
সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস।
যদিও সেখানে থেকে কিছুই পাওয়া যায়নি।
রোববার মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের
সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান বলেছেন, ‘এখানে
দুটি বেজমেন্ট। বৃষ্টির পানি এসে এখানে জমেছে। আমরা এই পানিটা শুধু সরিয়ে (নিষ্কাশন)
দিচ্ছি। অন্য কোনোকিছু এখানে দেখতে পাচ্ছি না।’
ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের
বাড়িতে গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার
দিয়ে ভেঙে ফেলা হয়। একে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনের রাজনীতির নির্মম
পরিণতি হিসেবে দেখছেন অনেকে।