Logo
Logo
×

রাজধানী

ভ্যাট অব্যাহতির দাবি পাদুকা প্রস্তুতকারক সমিতির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

ভ্যাট অব্যাহতির দাবি পাদুকা প্রস্তুতকারক সমিতির

প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিক পাদুকা উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানানো হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস (রানা), সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান রহমান (সাজু), সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

সমিতির নেতারা বলেন, পূর্বের ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। দাবি পূরণ না হলে শান্তিপূর্ণভাবে মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং চূড়ান্তভাবে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনটির নেতারা আরও বলেন, ইতোমধ্যে সরকারের কাছে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ দাবি পূরণ হওয়া না হলে আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম