যমুনা ফিউচার পার্কে বুটিক্স ল্যাবের উদ্বোধন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে বুটিক্স ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শপিংমলের লেভেল-১ সি ব্লকে (দোকান নং- ১সি-০৪১এ) শতভাগ পাকিস্তানি এই বুটিক্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. মোহাম্মদ আলমগীর আলম।
বুটিক্স ল্যাবের চেয়ারম্যান সুমাইয়া আক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যমুনা বিল্ডার্সের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) রাজিব খান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বুটিক্স ল্যাবের পরিচালক মাসুদ পারভেজ, যমুনা বিল্ডার্সের (সেলস অ্যান্ড মার্কেটিং) সিনিয়র এক্সিকিউটিভ জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, বাংলাদেশের নারীদের সৌন্দর্য বৃদ্ধির জন্য পাকিস্তানি পোশাক ব্যাপক ভূমিকা রাখে। পাকিস্তানি পোশাকের প্রতি নারীদের সব সময়ই আকর্ষণ আছে। সবমিলে বুটিক্স ল্যাব যমুনা ফিউচার পার্কে নতুন মাত্রা যোগ করবে। আমরা বিশ্বাস করি, সারা দেশ থেকে আসা ক্রেতারা বুটিক্স ল্যাবে আসবে এবং কেনাকাটা করবে।
বুটিক্স ল্যাবের চেয়ারম্যান সুমাইয়া আক্তার বলেন, সব শ্রেণির নারীদের চাহিদা অনুযায়ী পোশাক প্রস্তুত রাখা হয়েছে। তারা নিজ নিজ পছন্দ অনুযায়ী শতভাগ পাকিস্তানি তৈরি পোশাক সংগ্রহ করতে পারবেন।
বুটিক্স ল্যাবের পরিচালক মাসুদ পারভেজ বলেন, সম্পূর্ণ পাকিস্তানি তৈরি পোশাক কালেকশন করা হয়েছে। এখানে আজুরী, আগানুর, সানাসাফিনাস, আছিমজফা, জয়নাব ছটানি সহ শতভাগ পাকিস্তানি তৈরি পোশাক পাওয়া যাবে। বুটিক্স ল্যাবের উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।