Logo
Logo
×

রাজধানী

তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

তিতুমীর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি রেলপথও অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার বিকাল ৫টার দিকে বিজিবি মোতায়েনের কথা জানান বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে মহাখালী থেকে উলটোপথে ফিরে যায় ট্রেন। শিক্ষার্থীদের অবরোধে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম