Logo
Logo
×

রাজধানী

কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেডে শিশুর কবজি বিচ্ছিন্ন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেডে শিশুর কবজি বিচ্ছিন্ন

রাজধানীর শনির আখড়ায় কুড়িয়ে পাওয়া সাউন্ড গ্রেনেড নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম নুর ইসলাম (৮)। রোববার বিকাল সাড়ে ৪টায় জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। 

আহত নুরকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রিকশাচালক টিপুর একমাত্র সন্তান নুর ইসলাম। 

কদমতলী থানার ওসি জানান, খেলতে গিয়ে ময়লার স্তূপ থেকে ওই বস্তুটি তুলে আনে শিশুটি। পরে বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সাউন্ড গ্রেনেড ছিল। শিশুর মা বিউটি আক্তার জানান, বিকালে বাসার পাশে খেলছিল সে। ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পারফিউমের বোতলের মতো প্লাস্টিকের একটি বস্তু নিয়ে আসে। সেটি আমাকে দেখালে আমি বলি দ্রুত এটি ফেলে দাও। কিন্তু সে এটি নিয়ে খেলা করছিল। হঠাৎ বিকট শব্দ হয়। এসে দেখি নুর ইসলামের ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম