Logo
Logo
×

রাজধানী

হাতিরঝিলে গুলিবিদ্ধ

২১ ঘণ্টায়ও জিলানীর পেটের গুলি বের করতে পারেননি চিকিৎসকেরা

ইমন রহমান

ইমন রহমান

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম

২১ ঘণ্টায়ও জিলানীর পেটের গুলি বের করতে পারেননি চিকিৎসকেরা

রাজধানীর হাতিরঝিল থানাধীন উলন পোড়াবাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন কলা বিক্রেতা জিলানী (৫৫)। তার তলপেটে গুলিবিদ্ধ হয়েছে। শনিবার রাত ৯টার দিকে গুলি লাগার পরপরই তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু গুলি বের করতে পারেননি চিকিৎসকেরা। ঘটনার ২১ ঘণ্টা পেরিয়ে গেছে। ব্যথায় কাতরাচ্ছেন জিলানী। কিন্তু তার দ্বিতীয় অস্ত্রোপচার করা হচ্চে না।

ঢামেক হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে আহত জিলানীর সঙ্গে থাকা মেয়ে শেফালী আক্তার যুগান্তরকে বলেন, শনিবার হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে একটি অপারেশন করা হয়। কিন্তু চিকিৎসকেরা বলেন, গুলি ক্রিটিক্যাল জায়গাতে আটকে আছে। রোববার সিনিয়র স্যারেরা অপারেশন করে গুলি বের করবেন। কিন্তু রোববার সারা দিনেও অপারেশন করা হয়নি। বাবা পেটের ব্যথায় কষ্ট পাচ্ছেন। বিকালে ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্সরা বলেছেন- সিনিয়র ডাক্তার আসে নাই এজন্য আজ (রোববার) অপারেশন হবে না। কাল (সোমবার) হতে পারে। 

তিনি বলেন, ‘আব্বুর পেটে প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন। আল্লাহ জানে কী হবে।’

রোববার বিকালে ১০১ নম্বর ওয়ার্ডে গিয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলে তারা জানান, গুলি বের করার বিষয়ে সিনিয়র চিকিৎসকেরা ব্যবস্থা নেবেন। 

পরে চিকিৎসক ডা. সাজ্জাদ মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, চিকিৎসায় কোনো অবহেলা হচ্ছে না। ওনার তলপেটে গুলি লেগেছে। গুলি এখনো মাংসের লেয়ারে রয়েছে। পরবর্তীতে গুলি বের করা হবে। 

এদিকে শনিবার রাতে হাতিরঝিলে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামের দুজন গুলিবিদ্ধের ঘটনায় হাতিরঝিল থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। রোববার হাতিরঝিল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা করা হয়। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, জিলানী একজন রিকশাচালক। এর পাশাপাশি কলা বিক্রি করেন তিনি। হাতিরঝিলের উলন পুরাবাড়ী এলকায় তার বাসা। রোববার রাতে বাসার পাশেই কলা বিক্রি করছিলেন। রাত সোয়া নয়টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এরপরই সেখানে অনেকে দৌড়াদৌড়ি-চিল্লাপাল্লা করছিল। হঠাৎ জিলানীর পেটে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিবাগত রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। একই ঘটনায় শুভ নামের এক যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছে, হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের বিশৃঙ্খলা ও সংঘর্ষের মাঝে পরে আহত হয়েছেন তারা। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শুভ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহত জিলানী চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু যুগান্তরকে বলেন, ‘জিলানীর পরিবার মামলা করেছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, কিশোর গ্যাং বলে মনে হচ্ছে না। তবে কারা গুলি করেছে- তা জানা যায়নি। ঘটনাস্থলের আশপাশের কেউ তাদের পরিচয় জানাতে পারেনি। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম