
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪০ এএম
জুলাই বিপ্লবে আহতদের দেখতে আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক দল

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

আরও পড়ুন
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চক্ষু চিকিৎসা সেবা দিতে আসছেন সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল৷
আগামী শনিবার ও রোববার ( ১ ও ২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট ধানমন্ডি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি অ্যান্ড হসপিটালে এ সেবা প্রদান করা হবে ৷
বাংলাদেশ আই হসপিটাল ধানমণ্ডি থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷
বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দলে রয়েছেন প্রফেসর ডা. ডোনাল্ড ট্যান টিয়াং হুই, সিনিয়র পার্টনার আই অ্যান্ড রেটিনা সার্জনস (ই আর এস) সিঙ্গাপুর, ডা. নিকোল তান ওয়ান হুই, সিনিয়র কনসালট্যান্ট ক্যাটারাস্ট এবং রেটিনা বিশেষজ্ঞ, এশিয়া আই সেন্টার, ডা. রোনাল্ড ইয়োহ ল্যাম সুন, রেটিনা বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ডিউক এনইউএস গ্রাজুয়েট মেডিকেল স্কুল এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার (সিএনইসি), ডা. লিম জিয়াও হং ব্রাঞ্চ, কনসালটেন্ট, অকুলোপ্লাস্টি, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল ৷
বিশেষজ্ঞ টিমকে নেতৃত্ব দেবেন-ডা. ইশতিয়াক আনোয়ার, কনসালটেন্ট ( বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড সাত মসজিদ রোড ধানমন্ডি) এবং ডা. খায়ের আহমেদ চৌধুরী, পরিচালক (ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি এন্ড হসপিটাল, শের ই বাংলা নগর)৷ চিকিৎসা বোর্ডের ডাক্তারগণ চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের চোখ পরীক্ষা করবেন এবং যদি চিকিৎসকদের টিম সুপারিশ করেন প্রয়োজনে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে ৷
এ বিষয়ে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট ধানমন্ডি অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন নম্বর ১০৬২০ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ৷