Logo
Logo
×

রাজধানী

দাবি আদায়ে খোলা মাঠ বেছে নিন: ডিএমপি কমিশনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০২:০১ পিএম

দাবি আদায়ে খোলা মাঠ বেছে নিন: ডিএমপি কমিশনার

সম্প্রতি বিভিন্ন গোষ্ঠিরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করছে— উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব। কিন্তু এটা সমাধান নয়।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। 

দাবিদাওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানান কমিশনার।

তিনি বলেন, ৫ আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। গত ১৫ বছরের পুলিশের আচরণ থেকে পুলিশ বের হতে চায়। তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। একইসঙ্গে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

ছিনতাইরোধে ডিএমপি কাজ করছে বলেও জানান কমিশনার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম