Logo
Logo
×

রাজধানী

মগবাজারে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

Icon

মগবাজার (হাতিরঝিল) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

মগবাজারে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

টঙ্গী ইজতেমা মাঠে সাদপন্থিদের হামলায় নিহতদের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জুবায়েরপন্থিরা। 

শুক্রবার জুমার নামাজের পর মগবাজারে টি-টিএনটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি মগবাজার মোড় হয়ে মধুবাগ মাঠে এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের আধিপত্যবাদের পরেও ভারতের দালাল এই সাদপন্থি দালালদের দ্বারা আমাদের দেশকে উশৃঙ্খল হতে দেব না। আমাদের সচেতন থাকতে হবে। সাদিয়ানী গোষ্ঠী যেন আমাদের সমাজের ভেতরে দ্বীন ইসলাম এবং আলেম-ওলামাদের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।আমাদের প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, সব জায়গায় সাদিয়ানীমুক্ত সুন্দর পরিবেশ চাই। 

বক্তারা বলেন, এদেশে সাদপন্থি নামে কোনো কিছুই আমরা রাখতে চাই না। আর সাদপন্থি সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। এদেরকে নির্মূল করতে হবে। 

তারা বলেন, প্রশাসনের কাছে একটাই দাবি। এরা (সাদপন্থি) কোনো তাবলিগ করে না, এরা তাবলিগ নামের ছদ্মবেশী লেবাসধারী। এরা ভণ্ড, এরা সন্ত্রাসী, এরা খুনি। এদের কঠোর হাতে দমন করতেই হবে। অবিলম্বে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম