Logo
Logo
×

রাজধানী

কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, যা বললেন জিএম

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ এএম

কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, যা বললেন জিএম

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ডাকাতি চেষ্টার ঘটনায় এক টাকাও খোয়া যায়নি বলে জানিয়েছেন, ব্যাংকটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম ইসমাইল হোসেন শেখ।

তিনি বলেন, ডাকাতরা হানা দেওয়ার সময় ব্যাংকে মোট ছয়জন গ্রাহক ছিলেন। তারা নিরাপদে আছেন। সেসময় ব্যাংকে ছিলেন ৭ জন কর্মকর্তা, একজন অফিস সহকারী, সবাই সুস্থ আছেন। ব্যাংকের সব টাকা গুনে দেখা হয়েছে, এক টাকাও খোয়া যায়নি। আগামী রোববার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মতো লেনদেন হবে।

বৃহস্পতিবার রাতে ব্যাংক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে তিনি আরও বলেন, আত্মসমর্পণকারী তিন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। এরপর খেলনা পিস্তল ঠেকিয়ে কর্মকর্তাদের জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম