রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম
রাজধানীর হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন— মো. রায়হান (১৯), মো. তামিম ইকবাল (১৯) ও মো. ইয়াছিন (১৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি চাপাতি ও একটি ধারালো ছুরি।
মঙ্গলবার রাত ৩টা ৫ মিনিটে হাজারীবাগের মনেশ্বর রোড মিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হাজারীবাগ থানার সূত্রে জানা যায়, সিবিটি ফাঁড়ি এলাকায় রাত্রিকালীন টহলরত পুলিশের দল খবর পায়— মনেশ্বর রোড মিয়াবাড়ি এলাকায় একটি বাড়ির সামনে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, আশপাশের রাস্তায় চলাচলকারী গাড়িতে ডাকাতি করার পরিকল্পনা নিয়ে তারা সেখানে জড়ো হয়েছিল।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ডাকাতি প্রতিরোধে আমরা সবসময় তৎপর। নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা এই তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।