মোহাম্মদপুরে ডাকাতি, পুলিশের দাবি প্রেমিকাকে বাসায় আনায় বন্ধুরা মিলে সব ছিনিয়ে নেয়
যুগান্তর প্রতিবেদন:
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৪:২৬ এএম
সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাড়ীর তৃতীয় তলায় ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোহাম্মদিয়া হোমস এর ৩ নম্বর রোডের ৫ নম্বর বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আদনান হৃদয় নামে বাড়ীটির তৃতীয় তলার ভাড়াটিয়া মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে দেওয়া তার মোবাইল নম্বরে কল দিয়ে নাম্বারটি বন্ধ পাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এমনকি তার ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া না যাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ নম্বর রোডের শেষ মাথায় বেড়িবাঁধের সাথে লাগোয়া একটি খালি প্লট আছে। যে প্লটে দেয়াল তোলে টিনশেড বাড়ী করা হয়েছে। বর্তমানে ওই বাড়ীটিতে কোন ভাড়াটিয়া না থাকায় দেয়াল ভেঙ্গে ছিনতাইকারী ও মাদক সেবীরা হোমসের ভিতর প্রবেশ করে এমন ঘটনা ঘটিয়েছে। এছাড়াও, ডাকাতির ঘটনাস্থল এই রোডের শেষ প্রান্তে বেড়িবাঁধের সাথে হওয়ায় এমন ঘটনা ঘটাতে সহজ হয়েছে।
এদিকে, ঘটনাস্থল মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হোমস এলাকার ৩ নম্বর রোডের বি ব্লকের ৫ নম্বর বাড়ীর দারওয়ান কলিম উদ্দিন জানান, গতকাল সন্ধ্যায় আমি মাগরিবের নামাজ পড়তে যাই। এ সময় বাড়ীর তৃতীয় তলার ফ্ল্যাটে কয়েকজন প্রবেশ করে বাসা থেকে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায়। এ ঘটনার প্রায় আধাঘণ্টা পর তিন তলায় কয়েকজন দৌড়ে এসে বিষয়টি জানালে দ্রুত বিষয়টি আমি বাড়ীর মালিককে জানাই। এরপর বাড়ীতে পুলিশ এসে ঘটনাস্থল দেখে সিসি ফুটেজ নিয়ে যায়।
অন্যদিকে, ডাকাতির এই ঘটনা নিয়ে পুলিশের দাবি ভিন্ন। এ ঘটনায় প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এএসআই নূর আলম জানান, বাড়ীটির তৃতীয় তলায় কয়েকজন ব্যাচেলর মিলে ভাড়া থাকতো। তাদের সবার বাড়ী ঠাকুরগাঁও এলাকায়। এদের মধ্যে গতকাল (মঙ্গলবার) বিকেলে একজন তার মেয়ে বান্ধবীকে নিয়ে বাসায় আসলে অন্য বন্ধুরা ও বাহিরের কয়েকজন মিলে বাসায় প্রবেশ করে তাদের আটকায়। এ সময় তাদের কাছে প্রথমে বিশ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে ছেলে ও মেয়ের কাছ থেকে মোবাইল ফোন, টাকা পয়সা নিয়ে যায়। এ ঘটনায় বাদীর সাথে যোগাযোগ করা হলে তিনি এখনও মামলা করতে রাজী হয়নি।