Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

রাজধানীতে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

ফাইল ছবি

বিভিন্ন দাবি নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন করছেন। বিক্ষোভ কর্মসূচি, সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচিসহ নানাবিধ কর্মসূচি পালন করছেন তারা। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং নগরবাসী সীমাহীন দুর্ভোগে পড়ছে। অন্তর্বর্তী সরকারের অনুরোধ সত্ত্বেও তারা এসব দাবি অব্যাহত রেখেছেন। 

মঙ্গলবারও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাবলিগ জামায়াতের একাংশের বিক্ষোভ ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে রাজধানীতে যানজট ও দুর্ভোগ হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ‘ক্লোজডাউন’ কর্মসূচি চলমান রেখেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আর বিকাল ৩টার দিকে তারা বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে যান। এসব প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের অনেকে গিয়ে সচিবালয়ের ফটকের বাইরে অবস্থান করেন।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে স্লোগান দিচ্ছেন- তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি'’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকব’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

এদিকে সোমবার সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত তাবলিগ জামায়াতের অনুসারীদের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

তাবলীগ জামায়াতের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে মতবিনিময় করেন। স্মারকলিপিতে তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।

তারা বলেন, গত সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতি আমাদের জন্য অগ্রহণযোগ্য। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম