Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে মশাল মিছিল

অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম

অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

অবিলম্বে সরকারকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে মশাল মিছিল করেছে শ্রমিকরা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা মশাল মিছিলের আয়োজন করে। পল্টন মোড় থেকে মশাল মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গুলিস্তান অভিমুখে মশাল মিছিলটি রওনা দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি আখতারুজ্জামান খান বলেন, বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের কারণে স্বল্প আয়ের শ্রমিক জনতা দিশেহারা। চাল-ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের সঙ্গে তাদের আয়ের কোনো সামঞ্জস্য নেই। ফলে অনেক শ্রমিক অনাহারে জীবন দিনাতিপাত করতে বাধ্য হয়। অবিলম্বে সরকারকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত সহসভাপতি আবু সাঈদ প্রমুখ।



Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম