রাজধানীতে চোরের খপ্পরে সাবেক পুলিশ সদস্য
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০১:৪৬ এএম
রাজধানীর আজিমপুরে ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলের সামনে চোরের খপ্পরে পড়ে জমি বিক্রির ৭ লাখ টাকা খুইয়েছেন পুলিশের সাবেক সদস্য।তার নাম এএইচএম মোস্তফা কামাল।
রোববার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এএইচএম মোস্তফা কামাল জানান, দেশের বাড়ি নারায়ণগঞ্জে জমি বিক্রি করে ৭ লাখ টাকা নিয়ে ঢাকার আজিমপুরের বাসায় ফিরছিলেন তিনি। নারায়ণগঞ্জ থেকে মৌমিতা বাসে চাষাড়া হয়ে আজিমপুর এতিমখানা মোড়ে নামার পর একটি অটোরিকশায় আজিমপুর ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলের সামনে এসে নামেন।রিকশাভাড়া দেওয়ার সময় পাশের স্কুলের ছাত্রদের মারামারির দিকে দৃষ্টি দেওয়ার ফাঁকে মুহূর্তের মধ্যে তার কাছে থাকা টাকাভর্তি ব্যাগটি চুরি হয়ে যায়।
জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে দিশেহারা এই বৃদ্ধ ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়ে বলেন, এটি আমার জীবনের সমস্ত কষ্টের সঞ্চয়। কিভাবে আবার শুরু করব, বুঝতে পারছি না।টাকাগুলো দিয়ে তিনি তার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার পরিকল্পনা করেছিলেন। আকস্মিক এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
খবর পেয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার রায় ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, হয়তো স্কুলের ছাত্ররা বা রিকশাচালক এই চুরির সঙ্গে জড়িত। স্থানীয় জনগণের সহযোগিতা এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দোষীদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দেন তিনি।