Logo
Logo
×

রাজধানী

যুগান্তরে সংবাদ প্রকাশ

বহিষ্কারের পর চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা সোহেল

Icon

মিরপুর (ঢাকা ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম

বহিষ্কারের পর চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা সোহেল

দল থেকে বহিষ্কারের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেফতার হলেন রাজধানীর মিরপুরের বিএনপি নেতা সোহেল খান। শনিবার রাতে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার ওসি রাকিবুল হাসান বলেন, চাঁদাবাজির একটি মামলায় সোহেল খানকে গ্রেফতার করা হয়েছে।  

 এর আগে রাজধানীর মিরপুরের দারুস সালামে ইউছুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাকে মারপিট ও দোকান ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা মো.  সোহেল খানকে বহিষ্কার করে দলটি। 

শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি’র দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাকের স্বাক্ষরিত একটি চিঠিতে এই বহিস্কারাদেশ দেয়া হয়। মো. সোহেল খান দারুস সালাম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক। 

১৫ নভেম্বর শুক্রবার যুগান্তরের অনলাইনে ‘চাঁদা না পেয়ে বিএনপি নেতার মারধর ভাঙচুর ,ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পরের দিন বিএনপি নেতা সোহেল খানকে বহিস্কার করে দলটি।  

 ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক বলেন, অপকর্ম করে কেউ বিএনপিতে থাকতে পারবে না। সে যে পর্যায়ের নেতা হোক না কেন  এ ব্যাপারে আমরা কঠোর । সোহেল খানকে আজ বহিষ্কার করা হয়েছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম