Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে কবে আসছে শীত, জানাল আবহাওয়া অফিস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম

রাজধানীতে কবে আসছে শীত, জানাল আবহাওয়া অফিস

শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। এই শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে। আর শীত অনুভূত হতে পারে মধ্য-ডিসেম্বর থেকে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ পারভিন জানান, ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হবে। ঢাকায় শীত নভেম্বরের মাঝামাঝি থেকে অনুভূত হতে শুরু করবে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে।

এদিকে রোববার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আর বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে সারা দেশে জেঁকে বসবে শীত।

ঢাকায় শীতের সম্ভাব্য সময়সীমার বিষয়ে এই আবহাওয়াবিদ বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে রাতে ঠান্ডা অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে। 

আর জানুয়ারির মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান শাহনাজ পারভিন।

এদিকে রাজশাহীর দলগাছীতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য বলছে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম