সুবিধাবঞ্চিত-প্রতিবন্ধী শিশুদের কল্যাণে মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ওই ক্যাম্পে প্রায় দুই শতাধিক শিশু চিকিৎসা সেবা নিয়েছে। ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসব শিশুর প্রয়োজনীয় মেডিকেল ও ডেন্টাল চেকআপ, চিকিৎসা এবং পরামর্শ প্রদান করেন।
‘স্মাইল-মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প-২০২৪’ শিরোনামে ক্যাম্পটির আয়োজন করে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা নর্থ এবং ডেন্টেসা-লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার। অনুষ্ঠানে শিশুদের মূল্যবান উপহার প্রদানসহ শিশুদের জন্য বিভিন্ন খেলনা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ’র প্রেসিডেন্ট রোটারিয়ান হুমায়ুন রশিদ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এমএ ওয়াদুদ সরকার, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি ডা. মাখদুমা নার্গিস, পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল আলম, পরিচালক ইয়াসমিন আরা ডলি, ডেন্টেসা লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মেহনাজ শারমিন মোরী ও রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা নর্থ’র প্রেসিডেন্ট রোটার্যাক্ট রাফসান আহমেদ রামিম।
ক্যাম্পটি সরেজমিন ঘুরে দেখা গেছে, সুবিধাবঞ্চিত শিশুদের আদর স্নেহের মাধ্যমে চিকিৎসকরা সেবা প্রদান করছেন। একই সঙ্গে শিশুদের সঙ্গে আসা অভিভাবকরা এমন আয়োজনে তাদের শিশুদের চিকিৎসা করাতে পেরে সন্তোষ প্রকাশ করছেন। কুমিল্লা থেকে আসা সুমাইয়া আক্তার তার তিন বছরের শিশু সালিহা নূরকে নিয়ে এসেছেন। জানালেন, চিকিৎসকরা খুবই আন্তরিক। শতাধিক সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের আপন করে নিয়েছেন। শিশুদের সঙ্গে অভিভাবকদেরও পরামর্শ দিতে দেখা গেছে চিকিৎসকদের।
ডা. আহমেদ আহবাব শম যুগান্তরকে বলেন, আমাদেরও খুব ভালো লাগছে। সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা প্রদান করছি। এসব শিশুর কল্যাণে রাষ্ট্র থেকে শুরু করে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুদের সুস্থ জীবন গঠনে যথাযথ চিকিৎসা প্রদানও জরুরি। তিনি এমন ক্যাম্প চলমান থাকবে বলেও আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এ ক্যাম্পে হুমায়ুন রশিদ বলেন, সমাজের প্রত্যেককে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে কাজ করতে হবে। এদের উন্নয়ন ব্যতীত সমাজ কিংবা একটি রাষ্ট্র কখনো লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে না। রোটারি ক্লাব, ক্লাবের সদস্যরা এদের উন্নয়নে কাজ করছে। সমাজের বিত্তশালী মানুষ এসব শিশুর উন্নয়নে কাজ করবে বলেও তিনি আশা করেন।
অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুবিধাবঞ্চিত শিশুরা চিকিৎসা নিতে আসছে। বহু শিশু এ পরিষদের থেকে বছরের পর বছর চিকিৎসা নিচ্ছে। শিশুদের পর্যাপ্ত সেবায় নতুন একটি বহুতল ভবন হচ্ছে। আরও শিশু আরও বেশি চিকিৎসা প্রদানে পরিষদটি কাজ করে যাচ্ছে। ক্যাম্প শেষে ১৫ জন চিকিৎসককে সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়।