Logo
Logo
×

রাজধানী

খিলগাঁওয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ৫

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৯ এএম

খিলগাঁওয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ৫

রাজধানীর খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় পুলিশ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হলো। তাদের কাছ থেকে কিছু লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। 

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৯ নভেম্বর কেরানীগঞ্জ থানা, কুমিল্লার তিতাস এবং চান্দিনা থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের মধ্যে ৩ হাজার ৪৭৫ কেজি লোহার যন্ত্রাংশ, ১০টি বোল্ট, দুটি পুরোনো গ্রাইন্ডিং মেশিন, একটি রুফিং মেশিন, একটি সিলিং ফ্যান, দুটি অ্যাডজাস্ট ফ্যান এবং ৫০ ফুট ইন্টারনেট কেবল উদ্ধার করা হয়েছে।

নতুন গ্রেফতাররা হলেন- সেলিম (৩৫), আবুল কালাম (২৯), হকসাব (৪৮), হযরত আলী ভূঁইয়া (৫২) ও বিল্লাল (২৫)। 

৯ অক্টোবর রাতে অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি ডাকাত দল খিলগাঁওয়ের কনস্ট্রাকশন সলু্যশনসের গোডাউনে ডাকাতি করে। কর্মচারীদের অসে্ত্রর মুখে কনটেইনারে আটকে রেখে তিন লাখ ৮০ হাজার টাকা এবং ট্রাকে করে ২৫ লাখ ১৩ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় ১১ অক্টোবর খিলগাঁও থানায় ডাকাতি মামলা করেন প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম