
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম
ঢামেক ক্যান্টিনের পাশে নবজাতকের লাশ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:১৬ এএম

আরও পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ক্যান্টিনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সোমবার সন্ধ্যায় ঢামেকের তৃতীয় শ্রেণির ক্যান্টিনের পাশ থেকে একদিন বয়সি এক ছেলে নবজাতককে উদ্ধার করা হয়। প্রিন্টের কাপড়ে দিয়ে পেঁচানো অবস্থায় পড়েছিল। সেখান থেকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানায় অবগত করা হয়েছে বলেও জানান পরিদর্শক মো. ফারুক।