Logo
Logo
×

রাজধানী

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

হাজারীবাগে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত  কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)।

শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় হাজারীবাগ থানার গনকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভিকটিম মো. বিপ্লব ইসলাম প্রিন্স (২০) এর মা বাদী বিলকিস বেগম (৩৯) এর অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাসূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটায় বাদী বিলকিস বেগমের ছেলে মো. বিপ্লব ইসলাম প্রিন্স (২০) গনকটুলির সিটি কলোনি বৈলখানা গেইটের সামনের রাস্তায় থাকাকালে এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা করে। তারা লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা বিপ্লবকে মারধর করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিমের মা ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা করান। 

থানাসূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় সুমিত দাস ও তদন্তে প্রাপ্ত তৈবুর রহমান রনিতকে শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় গনকটুলির সিটি কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে হাজারীবাগ থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাদের গ্রুপের প্রধান জনৈক ইয়াসিন। তারা দীর্ঘদিন ধরে  হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতরা সহ হাজারীবাগের এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম