রাজধানী উত্তরায় অবস্থিত ইংরেজি মিডিয়াম রুহ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় হিফজ কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করতে এতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।
এ বছর রুহ ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচ শিক্ষার্থী পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছেন। এই পাঁচজনসহ স্কুলের মোট ১০ জন শিক্ষার্থী ইতোমধ্যে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, শিক্ষনীয় নাটিকা পরিবেশন করেন।
রুহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষই নয়, বরং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন। ভবিষ্যতের আদর্শ সমাজ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর।