
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ এএম
গণপিটুনিতে সন্ত্রাসী রমজান নিহত

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ এএম

আরও পড়ুন
রাজধানীর সবুজবাগ এলাকায় গণপিটুনিতে রমজান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকালে সবুজবাগের বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী যুগান্তরকে জানান, বিকাল পৌনে ৫টার দিকে রমজান এলাকায় ঢুকলে স্থানীয়রা তাকে দেখে আটক করেন। পরে গণপিটুনি দিলে ঘনটাস্থলেই তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি অস্ত্র আইনেসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কয়েক মাস আগে রমজানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে তিনি বেরিয়ে আসেন। তিনি খিলগাঁও, বাসাবো, সবুজবাগ, মুগদা ও মাদারটেক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।