যুগান্তরে সংবাদ প্রকাশ
ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বরখাস্ত
ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পিএম
দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাজধানীর ধানমন্ডির ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. জালাল উদ্দিন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের জেরে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যক্ষ জালাল উদ্দিনকে বরখাস্তের জন্য কলেজের গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গভর্নিং বডির সভাপতি ড. মাহবুব উল্লাহ অধ্যক্ষ জালাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান সিরাজুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন ৷
এদিকে কলেজ সূত্র জানায়, বরখাস্তের সংবাদ পেয়ে সাবেক অধ্যক্ষ জালাল উদ্দিন মিয়ার কিছু অনুসারী কলেজটির ভিতরে ভাঙচুর ও তান্ডব চালায়৷ তারা অধ্যক্ষ জালাল উদ্দিনের সাময়িক বরখাস্ত মানে না৷
একাধিক শিক্ষক ও কর্মচারী যুগান্তরকে জানান, বরখাস্তকৃত অধ্যক্ষ কলেজটির কিছু ছাত্রকে ম্যানেজ করে পাশাপাশি ভাড়াটে লোকজন দিয়ে সোমবার সকালে প্রতিষ্ঠানটির অফিস রুম, ক্লাসরুম, অধ্যক্ষের কার্যালয়সহ সব গেটে তালা লাগিয়ে দেন৷ এসময় শিক্ষার্থী ও শিক্ষকরা কলেজটিতে প্রবেশ করতে পারেননি৷এরপর আইনশৃঙ্খলা বাহিনী এসে তালা খুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বক্তব্য চাওয়া হলে তিনি বলেন, আমি ফ্রি হয়ে রাত ৮টার পরে বক্তব্য দিব৷
উল্লেখ্য, ১৯৮২ সালের ১৫ সেপ্টেম্বর বিজ্ঞান শিক্ষার পথিকৃৎ মহিয়সী নারী রসায়ন বিজ্ঞানী ড. মালিকার নামে ঐতিহ্যবাহী ধানমন্ডি ৭/এ রোডে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।