Logo
Logo
×

রাজধানী

সলিমুল্লাহ কলেজে লাঠি হাতে যুবক, আতঙ্কে শিক্ষার্থী

Icon

পুরান ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম

সলিমুল্লাহ কলেজে লাঠি হাতে যুবক, আতঙ্কে শিক্ষার্থী

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে লাঠি হাতে এক যুবক ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মিটফোর্ড এলাকায়। 

রোববার সকাল ৮টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে ঢুকে পড়েন ওই যুবক।  এ সময় তিনি বকাঝকা করার পাশাপাশি লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে থাকেন এবং চারদিকে লাঠি ঘুরাতে থাকেন। 

জানা যায়, বহিরাগত যুবককে গ্যালারির এটেনডেন্ট বাধা প্রদান করেও নিবৃত্ত করতে পারেননি।  এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষ অতি দ্রুত বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।  

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসার আগেই সেই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।  অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করে আইনি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে উক্ত অনুপ্রবেশকারীকে মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালি থানার দায়িত্বে নিয়োজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রত্যক্ষদর্শী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জেনে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম