Logo
Logo
×

রাজধানী

ডেমরায় অপহৃত দুই তরুণকে উদ্ধার, গ্রেফতার ১

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম

ডেমরায় অপহৃত দুই তরুণকে উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর ডেমরায় অপহরণের শিকার দুই তরুণকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।তারা হলো- মো. ফেরদৌস ব্যাপারী ও মো. রিক্ত মিয়া।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে ফেরদৌসের বাবা মো. শরীফ ডেমরা থানা পুলিশকে জানালে গতকাল (শনিবার) প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মুরগি পট্টি এলাকার একটি ভবন থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। 

এ সময় মিরাজ আলী (২৩) নামে এক অপহরণকারীকে কয়েকটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে মিরাজ আলীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গত ২৫ অক্টোবর রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃতদের পূর্ব পরিকল্পিতভাবে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে রায়ের বাজারে একটি রুমে আটকে রাখে অপহরণকারীরা। এ ঘটনায় থানায় অভিযোগকারী মো. শরীফ শনিবার দিবাগত রাতে ডেমরা থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। 

আসামিরা হলেন- নারায়ণগঞ্জ রুপগঞ্জ থানার চনপাড়া ৭নং ওয়ার্ডের আরাধন কামালের ছেলে মো. মুন্না (২২) ও  কাজল (২০), ঢাকা হাজারীবাগ থানার রায়ের বাজার গদিঘর এলাকার টুটুলের ছেলে মো. সাব্বির (২২), একই এলাকার লিয়াকত আলীর ছেলে মিরাজ আলী (২৩), অজ্ঞাত পরিচয়ে রাকিব (২৫) ও মো. আবু তালেব ২৫)। 

জানা যায়, অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। অন্যথায় ভুক্তভোগীদের জীবন নাশের হুমকি দেয় তারা। এ সময় ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের বেধড়ক মারপিট করে জখম করে। পরবর্তীতে ফেরদৌস ও রিক্ত নিরুপায় হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠায় তাদের দুই বাবা। পরে উভয়ের পরিবার আলোচনা করে ডেমরা থানাকে অবগত করে। 

ডেমরা থানার ওসি মো. ইলিয়াস হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হই। পলাতক আসামিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম