Logo
Logo
×

রাজধানী

জিল্লুর হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ পিএম

জিল্লুর হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার

কা মহানগর উত্তরের কৃষক লীগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. জিল্লুর রহমান শেখ হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন (৫৮) কে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। 

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাড্ডা থানা এলাকার ডিআইটি প্রজেক্ট ৮ নং রোডের নিজ দোকান হতে তাকে গ্রেফতার করা হয়। 

থানা সূত্র জানায়, গত ১৮ জুলাই বেলা দুইটার দিকে বাড্ডা থানার ব্রাক ইউনিভার্সিটি সড়কে আরও অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল জিল্লুর। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জিল্লুর গুরুতর আহত হয়। আহত জিল্লুরকে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর বাদী আহম্মদ হোসেন লিটন নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি  হত্যা মামলা রুজু হয়।

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জিল্লুর হত্যা মামলার  আসামি ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (৫৮) কে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম