বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা
রাজধানীতে আ.লীগের দুই নেতা গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:১৮ পিএম
রাজধানীতে আ.লীগের দুই নেতা গ্রেফতার
রাজধানীর মেরাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
তারা হলো- খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন (৫৪) ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেন (৫০)।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকালে আনুমানিক সাড়ে ৪টায় মেরাদিয়া বাজারের পশ্চিম পাশে শুকুর আলীর গার্মেন্টস মোড়ে অসংখ্য ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল। ভিকটিম মো. আহাদুল ইসলামও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল।
এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম আহাদুল বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. বাকের (৫২) বাদী হয়ে ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাত দেড়টায় মেরাদিয়া এলাকা থেকে এজাহারনামীয় খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।